এসএম টিভি ডেস্ক:আইসল্যান্ডের চলমান এক আগ্নেয়গিরির দৃশ্য ভিডিও করতে গিয়ে লাভার আগুনে সেকেন্ডের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলো একটি ড্রোন। শেষ মুহূর্তের মধ্যে সেই ভিডিওটি প্রকাশ করেছে একটি বার্তা সংস্থা রয়টার্স।
এবিষয়ে ভিডিও ধারণকারী ঐ ইউটিউবার জানান, ভিন্ন এক অভিজ্ঞতা নিতেই লাভার খুব কাছের ছবি সংগ্রহের চেষ্টা করেন এবং ইচ্ছে করেই ড্রোনটিকে লাভার এতো কাছাকাছি নিয়ে গিয়েছিল তিনি।