এসএম টিভি ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে আগামীকাল শুক্রবার ২৮ মে সকাল ৯টায় কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই আজ বৃহস্পতিবার বিকালে ২৭ মে দেশের মাটিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এর আগে সৌদি আরবে প্রস্তুতির কথা থাকলেও কোয়ারেন্টাইন জটিলতার কারণে বাংলাদেশ দল এখনও দেশ ছাড়তে পারেনি। শেষ পর্যন্ত সরাসরি কাতার যাচ্ছে বাংলাদেশ দল।
এবিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এসএম টিভি সংবাদকে জানান, দোহা পৌঁছেই কোভিড টেস্ট দিতে হবে ফুটবলার ও কোচিং স্টাফদের। এরপর ২৪ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে জাতীয় দল।