30 C
Dhaka
Thursday, September 28, 2023
spot_img

আবাদি জমি দখলে নিয়ে পরিত্যক্ত জমি বলার অভিযোগ।

বিশেষ প্রতিনিধিঃ-পাবনা জেলার আমিনপুর থানা ধীন রামকান্ত পুর চরের প্রায় ৯০০একর জমি দখল এর অভিযোগ উঠেছে পাবনা২ আসন এর এমপির ভাই এর বিরুদ্ধে। এই খাস জমি সেখানকার মানুষেরা দীর্ঘ প্রায় ৫০বছর এর বেশী দিন যাবত চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে।

কিন্তু বেশ কিছু দিন আগে থেকে এমপি সাহেব এর ভাই সবাইকে উচ্ছেদ করে ফসল নষ্ট করে পানির সেচ পাম্প উপ’রে ফেলে সেখানে বানিজ্যিক এরিয়া বানানোর লক্ষে বাইনডারি পাচিল নির্মান শুরু করেছে। এলাকা বাসীর অভিযোগ আমাদের বাপ দাদার সম্পত্তি আমাদের সাথে কোন আলাপ আলোচনা বা কোন প্রকার খতি পূরণ ছাড়াই তারা জমি দখলে নিয়েছে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর হামলা হয়।এই কাজের মূল ঠিকাদার এমপি সাহেব এর ভাই সে নিজে লোক জন নিয়ে এসে পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে ও লোকজন দিয়ে মারধর ও করায়।

আর তারা আমাদের বলে প্রধানমন্ত্রী আমাদের এই জমি দিয়েছে। পরিশেষে চরবাসী বলেন এইজমি যদি আমরা না পাই আমরা কি করে খাবো। আমাদের থাকার ঘরের মধ্যে দিয়ে রান্না ঘরের ভেতর দিয়ে ওয়াল গেছে আর কিছু দিন পর আমরা এখানে থাকতে ও পারবো না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া আমাদের জমি ফেরত দেয়া হোক না হয় খতি পূরণ দেয়া হোক। এই বিষয় নিয়ে ভূমি অফিস এর কেউ সামনা সামনি ও ফোনে প্রতিবেদক এর সাথে কথা বলতে রাজি হয় নাই।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট