সোনাইমোড়ী ডেস্ক: ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আড়াংঘাটা রেল স্টেশনের বাইপাস সড়কে। স্থায়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল ২৬ ই ফেব্রুয়ারী অর্থাৎ শুক্রবার আনুমানিক রাত ১১ টার সময় ঐ নিহত দুই যুবক মোটরসাইকেলে বরিশাল থেকে যশোরের যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহতদের একজনের ঠিকানা বরিশালে উজিরপুরে এবং অন্যজনের ঠিকানা নারায়ণগঞ্জ। নিহতদের নাম মিরাজ(২৮) এবং ফাহাদ (২৪)।এ ঘটনায় তদন্ত করছে আড়াংঘাটা থানার ওসি তিনি সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ার ট্রাকটি আটক রয়েছে চালকে দ্রুত সম্ভব আটক করা হবে।