মিঠুন বালা, সোনাইমুড়ী ডেস্ক: হাসপাতাল থেকে আবারও শিশু চুরি এই ঘটনা ঘটে সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল হাসপাতালে। সিরাজগঞ্জের স্থানীয় সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধি তথ্যসূত্র জানতে পারে শিশুর মা একটা কাজের জন্য শিশুটিকে বেডে রেখে নিচে যায় এসে দেখে তার বাচ্চা নেই। শিশুটিকে হারিয়ে পাগলের মত হয়ে গেছে শিশুটির মা। এভাবে হাসপাতাল থেকে শিশুর চুরি হওয়ায় হতাশ এলাকাবাসী ।পুলিশ বলছে হাসপাতালে এর সিসি ক্যামেরার ফুটেজ দেখে জরিতদের ধরার চেষ্টা চলছে। চুরি হওয়া শিশুটি উদ্ধারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
আবারও হাসপাতালে শিশু চুরি।
0
715