আবেগ
আনিকা মীম
ভোরের সূর্যটা জেগে যাচ্ছে,
একটু একটু করে পূর্বাকাশটা রক্তিম
আভা লাভ করছে,
হয়তো সূর্যটা তোমার অপেক্ষায় আছে।
তুমি হয়তো ঘুমে আচ্ছন্ন,
তাই দেখোনা ভোরের শেষ হলুদ পাখিটাও
ডানা মেলেছে আকাশে,
হয়তো তোমার কাছে পৌঁছুতে চায়।
তুমি লক্ষ্য করো না,
তোমার দখিনের জানালায় ম্লান
হয়ে আসে শেষ জ্যোৎস্নাটুকু,
হয়তো তোমার কাছে ফিরে আসার
অপেক্ষায় নিজেকে নতুন
করে সাজাতে গেল।
তুমি চেয়ে দেখোনা,
পদ্মপুকুরের
পাশে ঘাসফুলেরা নাচানাচি করে,
হয়তো তোমার
সাথে জলস্নানে যাবে তাই।
তুমি এখনও চোখ মেলোনা,
হঠাৎ ভেজা ছায়ারা আড়মোড়া ভাঙ্গে,
তোমার সাথে মেঘরোদ্দুর
লুকোচুরি খেলবে বলে।
তোমার চোখ আধবোজা,
আলসেমি কাটে না,
ঝরা বকুল আর শিউলীরা সারারাত
অস্ফুট সৌরভ ছড়ায়,
তোমাকে নবীন সৌরভে সুরভিত
করবে বলে।
আমি বসে বসে এসব দেখছি আর ভাবছি,
কখন তুমি জেগে উঠবে আর
আমি বলবো “শুভ সকাল”।