আমার ভীষণ মন খারাপ
আমার তখন ভীষণ মন খারাপ,
একা বারান্দায় দাড়িয়ে।
মনের উঠোনে বসে মন খারাপেরা বাসা বাধছে যে যার মতো
তাতে অবশ্য আমার মাথা ব্যথা নেই!
আমি তো জানি আমার ভীষণ মন খারাপ!
মনের মতো মন না পেলে
কাকে নিয়ে সুখের উল্লাসে ভাসবো, তা আমার জানা নেই।
আমি তো জানি আমার ভীষণ ভীষণ মন খারাপ।
আকাশের পানে তাকিয়ে এই যে কত শত সপ্ন বুনেছি দিনের পর দিন
তা কি আর মিথ্যে ছিল?
মিথ্যে কথার আড়ালে মনখারাপেরাও যে বিষন্ন হয়ে গেছে তা কি আর আমি জানি?
আমি তো জানি আমার ভীষণ মন খারাপ।
আচ্ছা! এই যে হঠাৎ খুব নীরবে অশ্রুসিক্ত চোখে আমি কেমন ম্লান হয়ে যাই তা কি কেউ জানে? আমি জানি?
কই! আমি তো শুধু জানি আমার ভীষণ মন খারাপ।
এই বেলা শেষে রাতের আধারে অমাবস্যার চাঁদে মেঘ যেমন ঘনিয়েছে বারংবার,
ঠিক সেভাবে স্পষ্ট করে আমার ও যে মন কেমন হয়েছে কই তা তো আমি জানি না!
আমি শুধু জানি আমার ভীষণ মন খারাপ।
মন খারাপের উদাহরণ দিয়ে সময়ের সাথে কোন খেলায় তো আমি কখনো মাতি নি!
কোন নাম না জানা শহরে দূরে কোথাও তো আমি পালাই নি।
আমি শুধু জেনেছি আমার ভীষণ মন খারাপ!