আমি তোমার প্রেমেই পড়ি নি
রেহনুমা তাবাসসুম
আমি তো তোমার প্রেমেই পড়ি নি,
শুধু মুক্ত আকাশের এক ফালি চাঁদ হতে চেয়েছিলাম।
তোমার একলা প্রহরে
রাত জাগা হুতুম পেচা হতে চেয়েছিলাম।
আমার তোমাকে ভালোই লাগে নি কখনো,
আমি শুধু তোমার বিহনে যাতনা পুষেছি।
নাহ! আমি তোমার প্রেমেই পড়ি নি,
আমি শুধু তোমাকে ছোব বলে
অস্হির হয়েছি।
তোমাকে আমার কখনো ভালোই লাগে নি
আমি শুধু তোমার আসার প্রতীক্ষায় দিন গুনেছি।
শহরে শহরে তোমাকে পাবার আশায় বিজ্ঞাপন দিয়েছি।
আমি তোমায় ভালোই বাসি নি,
শুধু তোমাকে একটু দেখার নেশায় ছুটেছি বহুদূর।
আমি তোমার প্রেমেই পড়ি নি,
বাধি নি কোন সুর।
আমার তোমাকে ভালোই লাগে নি কখনো
আমি শুধু চেয়েছি তুমি আমার প্রথম পুরুষ হও।
নাহ্। আমি কখনো তোমার প্রেমেই পড়ি নি
আমি শুধু চেয়েছি তুমি আমার হয়ে যাও!
আমার তোমাকে কখনো ভালোই লাগে নি
আমি শুধু এক জোড়া চোখে সপ্ন বুনেছি।
তোমার প্রেমে আমি কখনো পড়ি নি
আমি শুধুই তোমাকে পাবার আশায়
দিন কে রাত আর রাত কে দিন করেছি।
আমি তোমায় ভালোই বাসি নি,
সত্যি বলছি!
আমি শুধু প্রণয়কে প্রশ্রয় দিয়েছি তোমার তরে।
তোমাকে আমার ভালোই লাগে নি।
আমি শুধু তোমায় দেখেছি নয়ন ভরে।
তোমাকে আমি ভালোবাসি নি গো
আমি শুধুই চেয়েছি তুমি ভালো থাকো।
আমার তোমাকে কখনো ভালোই লাগে নি,
আমি শুধু চেয়েছি
তুমি! তুমি আমায় মনে রাখো।