আমি নারী
রেহনুমা তাবাসসুম
ভুলের রাজ্যে না হয় আমার বসবাস,
তাই বলে কি বলতে মানা আমায় ভালোবাস?
জানি আমি বড্ড বোকা আমার শহরে,তাই বলে কি যাচ্ছি আমি অনেক দূরে সরে?
নিজের ভুলে নিজেই যখন হারাই বারেবার,
ভুলগুলোকে সাজাই যেমন ভুলের সমাহার,
আমি কেমন বুঝি না ঠিক, নিজের মতো তাই,
ভুল করি বা ভুল গড়ি, ভুলেই হারিয়ে যাই,
তবু কেমন বলবো জানি আমিই না ভুল,
তাই বলে কি দিয়েই যাবো? অনবরত ভুলের মাশুল?
জানি আমি বোকার মত কত কিছুই করি,
আর যাই হোক ভালোবাসার কাংাল আমি,ভালোবাসাতেই আছড়ে পরি।
তবে কি জানিস বোকা হলেও এটুক বলতে পারি,
নিজের ভুলগুলোকে শুধরেই নিব,আমি কিন্তু নারী,
জানি আমি জানি রে তুই করবি না বিশ্বাস,
তবে না হয় দেখেই নিস, দিব না আশ্বাস।
সবশেষে ভালোবেসে বলি না হয় শুন?
বুঝবি রে বুঝবি একদিন আমার কত গুণ।