এসএম টিভি ডেস্ক: আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে দেশের বিভিন্নস্থানে মানববন্ধন হয়েছে।
আজ সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে মানববন্ধনে অংশগ্রহণ করেন সচেতন ছাত্র ও যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান পাওয়া না গেলে সারাদেশে গণআন্দোলনের হুঁশিয়ারি দেন বলে জানা গেছে।
এছাড়াও নিখোঁজ ৩ জনের সন্ধানের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। এতে অংশ নেয় রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা। বক্তাদের অভিযোগ, নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও, তাদের সন্ধান দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
একজন তরুণ স্কলারকে কোনোভাবেই গুম কিংবা তার যেন কোনো ক্ষতি না হয় সেটি সরকারকেই নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন।