বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বৃহত্তর সহযোগিতা,কনভারসেশন ও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য নানা কর্মসূচি পালন করে ঢাকার মার্কিন দূতাবাস। এরই ধারাবাহিকতায় ‘ইংলিশ ফর মিডিয়া লিটারেসি’ শীর্ষক অনলাইন কোর্স চালু হয়েছে।
উক্ত কোর্সে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে।আজ ২৩ এপ্রিল পর্যন্ত করা যাবে নিবন্ধন।কোর্সে অংশ নিতে দিন বা রাত যেকোনো সময় লগইন করা যাবে।
আজ ফ্রি ‘ইংলিশ ফর মিডিয়া লিটারেসি’ অনলাইন কোর্স রেজিস্ট্রেশন এর শেষ দিন। বিভিন্ন মাধ্যমে আমরা যা পড়ি, দেখি ও শুনি সেগুলো এনালাইসিস এর জন্য প্রয়োজনীয় শব্দভান্ডার তৈরি এবং লিংগুইস্টিক দক্ষতা বৃদ্ধিতে হেল্প করবে কোর্সটি। কোর্সের সবগুলো পাঠই ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। এই কোর্স শেষ করতে ১০-১৫ ঘণ্টা সময় লাগে।