সোনাইমুড়ী ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ গত রবিবার ইরানের জাতীয় টেলিভিশনকে জানিয়েছেন, জাতিসংঘ ইরানের পরমাণু কেন্দ্রে আর নজরদারি চালাতে পারবেন না। তিনি আরো বলেন জাতিসংঘ ইরানের পরমাণু কেন্দ্রে ক্যামেরা বসিয়ে রেখেছিল। সোমবার থেকে সেই ক্যামেরার ফুটেজ তাদের কাছে আর দেওয়া হবে না।
অর্থাৎ তিনি স্পষ্ট করে দিয়েছেন, জাতিসংঘ আর ইরানের পরমাণু কেন্দ্রে সরাসরি নজরদারি চালাতে পারবেন না। এর আগে তেহরানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন জাতিসংঘের অ্যাটোমিক ওয়াচডগের প্রধান।আইন হয়েছিল মাস কয়েক আগেই, কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তখন ইরান জানিয়েছিলেন , আমেরিকা ইরানের উপর থেকে পরমাণু চুক্তি নিষেধাজ্ঞা তুলে না নিলে ইউরেনিয়াম মজুত কয়েক গুণ বাড়ানো হবে এবং ইরান আরো জানিয়েছিলেন দেশের পরমানু কেন্দ্রে জাতিসংঘের নজরদারি বন্ধ করার হুমকি দিয়েছিল। অবশেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা জানিয়ে দিলেন।