ভোটের ময়দানে টুম্পা সোনা থেকে লুঙ্গি ডান্স সমস্ত গান উঠে এসেছে কাস্তে-হাতুড়ি দৌলতে, আর এবার শোনা গেল ঊষা উত্থুপের জনপ্রিয় গান উড়ি উড়ি বাবা।
উরি উরি বাবা প্যারোডি তেও একই রকমের ব্যঙ্গাত্মক সুর শোনা গিয়েছে, এই গানটির মাধ্যমে বলা হয়েছে তৃণমূল এবং বিজেপি এক সাথে জোট বেঁধে মানুষকে ঠকাচ্ছে।
এই গানে তৃণমূল এবং বিজেপিকে একসাথে বিজেমুল বলেও কটাক্ষ করা হয়েছে।
একসময় ৩৪ বছর ধরে বাংলায় একটানা রাজত্ব করে গিয়েছে সিপিএম, তবে তৃণমূল সরকার আসার পর বলাবাহুল্য ফিরে আসার সম্ভাবনা একপ্রকার প্রায় নির্মূল হয়ে গিয়েছিল এই রাজনৈতিক দলের।