ছবিতে ফ্লাইটের পাইলট, কেবিন ক্রুরা এবং হজ যাত্রীরা কেবলমাত্র নারীদের জন্য হজ ফ্লাইট চালু করলো ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালা। সবচেয়ে আর্কষনীয় বিষয় হলো শুধু নারী যাত্রীই নয় বরং এই ফ্লাইটের পাইলট,কেবিন ক্রুরা সবাই নারী।
এছাড়াও ফ্লাইটে হজযাত্রীদের মালপত্র ওঠানোসহ ফ্লাইট ইঞ্জিনিয়ারিং এবং গ্রাউন্ড সার্ভিসের দায়িত্বেও ছিলেন নারী কর্মীরা। গতকাল অর্থ্যাৎ ৮ই জুন কেরালার কারিপুর জেলার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটটি মক্কার উদ্দেশে রওনা দেয়। ভারতের সরকারের সংখ্যালঘু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জন বারলা এই ফ্লাইটের উদ্বোধন করেন। উক্ত ফ্লাইটের সবচেয়ে বয়স্ক যাত্রী ছিলেন ৭৬ বছর বয়সী সুলাইখা যার হাতে বোর্ডিং পাস তুলে দেন স্বয়ং প্রতিমন্ত্রী নিজেই । তিনি বলেন, ‘সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত নারী হজযাত্রীদের বহনকারী নতুন ফ্লাইটটি ভারতে নারীদের অগ্রযাত্রা ও পথচলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বহন করবে।’ ভারতের বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সেই ফ্লাইটটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ১৪৫ জন নারী হজযাত্রী সমেত কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এদের মধ্যে কারো সাথেই কোনো মাহরাম বা পুরুষ অভিভাবক ছিলেন না। কেরালা সরকারের তথ্য মত, এখন অবদি ১ হাজার ৫৯৫ জন নারী হজযাত্রী মাহরাম বা পুরুষ অভিভাবক ব্যতীত হজযাত্রার জন্য নিজের নাম নিবন্ধন করেছেন।যা তাদের কাছে অত্যন্ত আনন্দ ও গৌরবের।