এসএম টিভি ডেস্ক:গাইবান্ধা সদর উপজেলার একটি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন-মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।
স্থায়ী সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার ১২ আগস্ট সকাল ৯টার সময় সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে স্থানীয়রা জানায়,আজ সকালে গাছে দুই যুবকের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় তারা।
পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একসঙ্গে তাদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।