দড়িতে ঝুলছে মরদেহ ছোট্ট শিশু ও মা। কুমিল্লার ফকির পাড়ায় এমন বেদনাদায়ক ঘটনা ঘটে। ৮ জুন বেলা ১২ টা নাগাদ এ লাশ উদ্ধার করে পুলিশ।
তথ্যসূত্রে জানা যায়, মৃত সাজিদা আক্তার (২০) হোমনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফকির পাড়া এলাকার জজ মিয়ার ছেলে বাবুর স্ত্রী। মায়ের সাথে ঝুলন্ত ছোট শিশুটি তার ছেলে মো. আব্দুল্লাহ বয়স ৩ বছর। এ বিষয়টি নিশ্চিত করেছে হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম। তিনি জানান,আজ ( বৃহস্পতিবার) সকালে মরদেহ দুটো ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা । পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর রশি থেকে মরদেহ দুটো উদ্ধার করে। এরপর পোস্টমর্টেমের জন্য থানায় নিয়ে আসে। আত্নহত্যা নাকি খুন সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। মৃত সাজিদা আক্তারের স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। মরদেহ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।