বুধবার সন্ধ্যায় এফডিসিতে কেক কেটে কালের মহানায়কের জন্মদিন উদযাপন করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩ টি সংগঠনের নেতারা।
এ সময় পরিচলক সমিতির নেতা মুশফিকুর রহমান গুলজার বলেন, আজ আমাদের আনন্দের দিন এই দিনে বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেন। তিনি জন্মেছিলেন বলেই বাংলাদেশের মতো স্বাধীন দেশের অভ্যুদ্বয় হয়। এই এফডিসিও তারই গড়া।
চিত্রনায়িকা মৌসুমী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মদিন আজ। আমাদের উচিত তার আদর্শের পথে হাঁটা। বিশেষ এই এই দিনে সবার প্রতি আহবান থাকবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে সোনার বাংলা গড়তে শক্তিশালী করি। আমরা নিজ নিজ অবস্থান থেকে কাজে নিজেকে আত্মনিয়োগ করি।