এসএম টিভি ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫।
এ ঘটনায় গুরা মিয়া নামে শিবিরের সাবেক এক মাঝিকে আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল সোমবার ৩১ মে মধ্য রাতে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নং ক্যাম্পের জি-ব্লক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুত রয়েছে, এমন গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। পরে তার বসতঘর থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।