সোনাইমোড়ী ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার সকাল ৭টার সময় উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা আমিন পাড়া গ্রামে।
নিহত নারীর নাম মনোয়ারা বেগম।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, আমিন পাড়া গ্রামের হোসেন আহমদ নামের এক ব্যক্তি দুটি বিয়ে করেছেন।
দুই স্ত্রী ও সন্তানদের মধ্যে পারিবারিক ঝামেলা চলছিল।
কিন্তু আজ শুক্রবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হোসেন আহমদ এর বড় স্ত্রীর ছেলে তার সৎমা আনোয়ারা বেগম কে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এবিষয়ে পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এঘটনায় কোনো মামলা করা হয়নি বিষয়টি তদন্ত করে আসামিকে আটক করা হবে।