সোনামোইড়ী ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছেন ১ জন।
জানা গেছে,নিহতের নাম নাজমুল ইসলাম সাঈদ ও আহতের নাম ছিদ্দিকুর রহমান রাহাত। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টার সময় পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নস্থ রহমানিয়া দারুণ উলুম মাদ্রাসার সামনে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় বারবাকিয়া ইউনিয়নের রহমানিয়া দারুণ উলুম মাদ্রাসার হেফজ বিভাগ ছুটি হলে শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করার জন্য বের হয়। খেলাধুলার এক ফাঁকে তারা রাস্তায় চলে আসে ঐ সময় বারবাকিয়া বাজারের দিক বেপরোয়া ভাবে আসা মালবাহী একটা ট্রাক।
তাদের দুইজনকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই একজন মারা যান অন্যজন গুরুতর আহত হয়।আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক জব্দ করে এবং ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক জানান,ট্রাকের ধাক্কায় একজন শিক্ষার্থী নিহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।