সোনাইমোড়ী ডেস্ক: কক্সবাজারে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছে ১ জন। নিহতের নাম রহমত ঠিকানা রামুতে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু তেচ্ছিপুল এলাকায়।
কক্সবাজারের স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, রহমত নামের এক ব্যক্তি কক্সবাজার থেকে মোটরসাইকেলে রামুর দিকে যাচ্ছিলেন।
একসময় যখন তিনি তেচ্ছিপুল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রামুলাইন নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাহমত মারা যান।
এবিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিকে জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘাতক চালককে আটক করা যায়নি কিন্তু বাসটি আটক করা হয়েছে দ্রুত সম্ভব ঘাতক চালককে সত্যতা নিশ্চিত করে আইনের আওতায় আনা হবে।