সোনাইমোড়ী ডেস্ক: কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্ৰেফতার করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন – কামাল হোসেন ও মোঃ লুতু মিয়া। জানা গেছে, গতকাল বুধবার (২৪ মার্চ)বিকেল আনুমানিক ৩ টার সময় শহরের পর্যটন জোনের সুগন্ধা বীচ পয়েন্ট এলাকা ও মেরিন ড্রাইভ রোডস্থ মেম্বারেরঘাটা এলাকায় পৃথকভাবে এই অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তথ্যসূত্রে জানা গেছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে কক্সবাজার সদরের সুগন্ধা পয়েন্ট থেকে কামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এরপর তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ হাজার পিছ ইয়াবা পাওয়া যায়।
এছাড়াও আর একটি পৃথক টিম ঐ একই দিন অভিযান চালিয়ে সদরের মেম্বারেরঘাটা মেরিন ড্রাইভ রোডস্থ আবদুল্লাহ স্টোর নামীয় দোকানের সামনে থেকে মোঃ লুতু মিয়া নামের এক ব্যক্তিকে গ্ৰেফতার করে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ হাজার পিছ ইয়াবা পাওয়া যায়।