এসএম টিভি ডেস্ক: কক্সবাজার শহরে রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ চালান আব্দুস শুক্কুর। অন্যান্য দিনের মতোই গত ০৮/০৮/২০২১ তারিখেও বের হয়েছিলেন জীবিকার সন্ধানে। বেলা অনুমান ১১:৩০ ঘটিকায়
নগরির বাজার-ঘাট নামক স্থানে যাত্রীর জন্য দারিয়ে ছিলেন তিনি, এমন সময় শুকির আলি নামক এক ব্যাক্তি তাকে বলো “এই রিকশা চিরঙ্গার বাজারে যাবি?” তিনি যেতে রাজিহন এবং ভারা ২০০ ৳ চান,
তাই শুকির আলি রেগে উমাকে মারধর করে,
এক পর্যায়ে যাত্রী শুকুর আলী আরো বেশি ক্ষিপ্ত হয়ে কর্দমাক্ত রাস্তার উপর দিয়ে রিকশা চালক আব্দুস শুক্কুরকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। এ অমানবিক দৃশ্য দেখে আশপাশের কয়েকজন পথচারি এগিয়ে এসে শুকুর আলীর হাত হতে তাঁকে কোনমতে রক্ষা করে। এ সম্পূর্ণ ঘটনাটি ঘটনাস্থলে উপস্থিত অপর এক সচেতন নাগরিক তাঁর মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তিতে তিনি সেটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং নিরিহ রিকশা চালকের উপর চালানো এ বর্বরোচিত নির্যাতনের বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি স্বল্প সময়ের মধ্যে কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। এরপর, কক্সবাজার সদর মডেল থানা, কক্সবাজার শহর ফাঁড়ি এবং জেলা গোয়েন্দা শাখা অভিযুক্ত শুকুর আলীকে আটক এবং ভুক্তভোগী রিকশা চালক আব্দুস শুক্কুরকে উদ্ধারের জন্য কাজে নেমে পড়ে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ঘটনায় অভিযুক্ত শুকুর আলী কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অপরদিকে ভিকটিম রিকশা চালককেও খুঁজে বের করা হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র বাংলাদেশ পুলিশ।