।এসএম টিভি ডেস্ক:কঠোর লকডাউনের ১৮তম দিনে আজ সকাল থেকে ব্যস্ত রাজধানী। শিল্প কারাখানা খোলা ও গণটিকা কর্মসূচির জন্য সড়কে রয়েছে মানুষের চাপ।
গণপরিবহণ না চললেও দুর্ভোগ সঙ্গী করেই লোকজনকে অফিসে এবং জরুরী কাজে যেতে হচ্ছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে । আজ সকাল ৮টা থেকে।
খুলেছে ট্রেনের টিকিট কাউন্টার।
আন্তঃনগর ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট অনলাইন ও অবশিষ্ট অর্ধেক টিকিট কাউন্টার থেকে বিক্রি করতে দেখা গেছে।
এদিকে রাজধানীর সব সড়কে যানবাহনের চাপ বেড়েছে। চেকপোস্টেও ঢিলেঢালা পুলিশের তৎপরতা দেখা গেছে। মোবাইল কোর্ট না থাকার কারণে রাজধানীর সড়কে এখন প্রচুর সিএনজি অটোরিকশা যাত্রী পরিবহণ করছে।