কতটুকু চাইলে তুমি আমার হতে?
রেহনুমা তাবাসসুম
তুমি আকাশ হতে চাইলে
বিস্তৃত আবরণে নিজেকে লুকোবে বলে,
আমি আবার মেঘ হতে চাইলাম
শুভ্রতায় নিজেকে জড়াবো বলে।
তুমি মনের গভীরে আকাশের মতো
নীল হয়ে যাও,
নীলের আভায় বলো
আমাকে কি পাও?
বলো?
কতটুকু চাইলে তুমি আমার হতে?
সমুদ্রের তোলপাড় গর্জনে
কেন ভাসালে বলো স্রোতে?
জানো?
কিভাবে ছিলাম শিরোনামে?
তুমি বুঝলে না,
কি লেখা ছিল সে খামে!
নিদারুণ অভিমানে সরেছি সেই কবেই!
তবু তুমি আসলে না।
বুঝেছি,মন মাঝারে আমি আর নেই!
আমার না পাওয়ায় কষ্ট ই না হয় ঢেড়।
অথচ ভালোবাসার ঠিকানায়
কী পাঠিয়েছে, তা পাও নি টের।
মেঘে মেঘে আমার বেলা বয়ে যায়।
লুকোনো তুমি, পাওয়া বড় দায়।
তবে শুনছো তো?
এখন আর তোমায় চাই না।
নিজের আমি নিজের মতো
নাহ! আর হাড়াই না। 🖤