যুদ্ধে ফেরা সৈনিক
-সম্পদ সাহা
আমরা একাত্তরের যুদ্ধে ফেরা সৈনিক
যুদ্ধের ময়দানে রেখেছি শপথ,
দেশকে ভালোবেসে,দেশের জন্যে করিবো জীবন উৎসর্গ।
আমরা একাত্তরের যুদ্ধে ফেরা সৈনিক।
জুলুম ,নির্যাতন যেখানেই দেখেছি,
অস্ত্র হাতে সেখানেই রুখে দাড়িয়েছি।
অন্যায়ের কাছে করি নি মাথা নত,
সত্য প্রকাশে কখনো হইনি আপোষহীন
আমরা একাত্তরের যুদ্ধে ফেরা সৈনিক।
জিন্নাহ , ভুট্টো দেখেছে, বাংলার মানুষের বীরত্ব।
দেশকে ভালোবেসে, দেশের জন্যে করেছে জীবন উৎসর্গ।
আমরা একাত্তরের যুদ্ধে ফেরা সৈনিক
তাজা তাজা রক্তে ভেসে গেছে রাজপথ,
সহস্র মা বোন হারিয়েছে ইজ্জত।
তবুও রুখতে পারে নি,
পাকবাহিনী বাংলার গৌরব
আমরা একাত্তরের যুদ্ধে ফেরা সৈনিক।
একাত্তরের ময়দানে,
কত নারী হারিয়েছে সিঁথির সিঁদূর।
কত মা হারিয়েছে সন্তান,
এখনো কত মা পথ চেয়ে থাকে
কবে আসবে ফিরে তাঁর সন্তান ?
লাল, সবুজের রক্তে গড়া বাংলায়,
একাত্তরের যুদ্ধে ফেরা সৈনিক হয়ে।
সমাজকর্ম বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়