নতুন বাজেট ঘোষণার দিনেই কমলো এলপিজির দাম। চলতি এই জুন মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে নিয়ে ববর্তমানে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৪ টাকা।
গত মে মাসে ছিল এলপিজি ১২ কেজি গ্যাসের দাম ১২৩৫ টাকা। তবে জুনে ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। একইসাথে কমানো হয়েছে অটোগ্যাসের দাম। চলতি নির্ধারিত দাম ১লা মে সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আজ ১ জুন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করে কার্যকর করা দাবি জানান কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। উক্ত সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের কোন পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে। তবে জুন মাসে অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৫২ পয়সা থেকে কমিয়ে ৫০ টাকা শূন্য ৯ পয়সা নির্ধারণ করেছে। বিইআরসি জানায়, জুন মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন অর্থ্যাৎ ৪৫০ মার্কিন ডলার এবং ৪৪০ মার্কিন ডলার করে ধরা হয়েছে।