এসএম টিভি ডেস্ক: করোনাভাইরাস মুক্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ শনিবার ২৬ জুন বিকেলে তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
তিনি এক বিবৃতিতে জানান, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার দোয়ায় আমি করোনামুক্ত হয়েছি।
এর আগে তিনি দ্রুত সুস্থ হয়ে যাতে দেশ ও জনগণের জন্য কাজ করতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চেয়েছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
নাছিম রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা টেস্ট করতে দিয়েছিলেন। গত ১৬ জুন দ্বিতীয়বারের মতো তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা নিয়েছেন।