আচ্ছা ” কষ্ট” এই যে এই শব্দটা,এর অর্থ আমরা সবাই জানি।কিন্তু আসলে কষ্টের কি কোন ব্যাখ্যা আছে?
একজনের একটা সাইকেল কেনার ইচ্ছা,খুব ইচ্ছা! টাকার অভাবে কিনতে পারছে না এটা তার জন্যে কষ্টের খবর,আবার একজনের সাইকেল আছে,সে একটা গাড়ি কিনতে চাইছে কিন্তু টাকা জমাতে পারছে না, এটাও কষ্ট।
একজনের বাবা নেই এটা কষ্ট। একজনের বাবা-মা আছে,একটা বোন নেই, একটা বোন থাকবে, ঘর জুড়ে দৌড়াদৌড়ি করবে, কিন্তু এই সপ্ন কেবল সপ্নই এটাও কষ্টের ব্যাপার।তাই না? আবার কারো বাবা-মা,ভাই বোন কেউ নেই এটাও কষ্ট!
আসলে কি জানেন, কষ্টের ব্যাপ্তি আছে কিন্তু ব্যাখ্যা নেই। সবার জীবনেই কষ্ট আছে।আপনি বিলিওনিয়ার হলেও আপনার কষ্ট থাকবেই।কষ্ট নিয়ে ভাবার মতো কিছু নেই।কষ্ট নিয়ে খুব হাসিমুখে লড়াই করলেই জীবন যুদ্ধে আপনি জিতে গেলেন।এটাই আপনার সফলতা।আমরা বেশ কজন কষ্ট পুষে রাখি,তাও খারাপ তা আমি বলছি না।তবে ঐ যে, বানরকে বেশি লাই দিলে যেমন মাথায় উঠে যায়,কষ্ট কেও লাই দিলে সে একদম টুপ করে মনে ঢুকে যায়।
তা কিন্তু হতে দেওয়া যাবেই না।হ্যা, কষ্ট লাগছে,লাগুক। হাত পা ছুড়ে কাদুন। কিন্তু ঐ যে কষ্টকে পুষে রেখে,তাকে লাই দিয়ে তার সাথে গল্প জুড়ে দেবেন না। কষ্টকে পাত্তা না দিয়ে জীবন নিয়ে বরং আগডুম বাগডুম খেলুন,প্রয়োজনে জীবনকে নিয়ে একটা ভ্রমণে চলে যান। মোট কথা,থেমে যাবেন না। জীবন কিন্তু একটাই। তাকে নিয়ে দৌড়ান। আর তা যদি পারেনই তবেই শেষে নিজেকে খুজে পাবেন।