আমাদের সভাব হচ্ছে আমরা অন্যের প্রশংসা শুনতে পারি না। মনে করি যে তার ব্যাপারে এত বেশি বেশি বলার মানে কি? হয়তো সে আসলেই এমন কিছু যে তাকে নিয়ে বলা যায়। কিন্তু এটা মানতে আমরা নারাজ। নিজে তার প্রশংসা না করতে পারলেও তার থেকে কিন্তু শিখাও যায় তাই নয় কি? আবার অনেকে আছে তারা আবার ভাবে তার প্রশংসা করা মানে নিজেকে ছোট করা আবার সেরকমটা না হলেও নিজে নিজেকে আবার অনেকে ছোট ভেবে বসে।তারা একবারও এটা বুঝে না যে এতে নিজের প্রতি সম্মানটাই হারায়।
এমনকি অনেক মানুষের মনের জায়গাটাও তারা নিজ হাতে নষ্ট করে ফেলে। অন্যের প্রশংসায় ব্যথিত না হয়ে,তার থেকে কিছু শিখুন, নিজেকে নগন্য মনে না করে এমন কিছু করুন যাতে আপনিও সবার প্রশংসার পাত্র কিংবা পাত্রি হতে পারেন। নিজেকে সময়ের সাথে সাথে আপগ্রেডেড করুন। আর বিশাল মনের অধিকারী হিসেবে গড়ে তুলুন আর তা না পারলে অন্তত নিজের সংকীর্ণতার পরিচয় সবাইকে দিয়ে বেড়াবেন না।
এতে মানুষের মনের পরিবেশ নষ্ট হয় সাথে আপনার ব্যক্তিত্বটাও। নিজে ভালো থাকুন আর অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন। দেখবেন পৃথিবীটা কত সুন্দর 🙂।