সোনাইমোড়ী ডেস্ক:বঙ্গোপসাগরে কাঁকড়া শিকার করতে গিয়ে ট্রলার থেকে পড়ে পটুয়াখালীর এক যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে,আজ শনিবার পায়রা সমুদ্রবন্দর থেকে বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছাকাছি । নিহতের নাম বাপ্পী মুন্সী।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার রাতে বাপ্পি মুন্সী তার বাবা একসাথে বঙ্গোপসাগরে কাঁকড়া শিকারে যায়।
আজ শনিবার সকালে কাঁকড়া ধরার সময় বাপ্পির পায়ে রশি পেঁচিয়ে পড়লে ঢেউয়ের তোড়ে নদীতে পড়ে যায়।
পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে বাবা। কিন্তু সাগর থেকে বাড়ি ফেরার পথে ট্রলারেই মৃত্যু হয় বাপ্পির।
রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, এঘটনায় কারো বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।