এসএম টিভি ডেস্ক: কাতারে বিদেশি শ্রমিকদের জন্য চালু হলো বিশ্বের অন্যতম বৃহৎ করোনার টিকা কেন্দ্র।
কাতারে সানাইয়ার বিদেশি শ্রমিকদের জন্য চালু হলো বিশ্বের অন্যতম বৃহৎ করোনার টিকা কেন্দ্র।
প্রায় ৩০০ বুথে এখানে প্রতিদিন ২৫ হাজার শ্রমিককে করোনার টিকা দেওয়া হবে।
টিকা কেন্দ্রে যেতে হলে অবশ্যই আপনার মোবাইলে আগে একটি এসএমএস আসতে হবে এসএমএস ছাড়া গেলে আপনাকে টিকা দেওয়া হবে না।
কাতারের স্বাস্থ্যমন্ত্রী ২২ জুন বুধবার এটি উদ্বোধন করেন। এই কেন্দ্রে বিভিন্ন কোম্পানির কর্মীদেরকে টিকা দেওয়া হবে। কনকো ফিলিপস কোম্পানি, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় , কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ,সামাদ মেডিকেল কর্পোরেশন এবং কাতার চ্যারিটির সহযোগীতায় এই বৃহৎ করোনার টিকা কেন্দ্রটি তৈরি করা হয়েছে। এই কেন্দ্রে টিকা পেতে হলে অবশ্যই আপনার মোবাইলে মেসেজ আসতে হবে।