এসএম টিভি ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল দিবাগত রাতে পৌর শহরের কালিপুর মধ্যপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের থেকে একটি ধারালো রামদা ও একটি ছুরি উদ্ধারসহ জব্দ করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন- সারোয়ার, রাজন ও নয়ন মিয়া। স্থায়ী সূত্রে জানা গেছে,কালীপুর গ্রামের মধ্যপাড়া এলাকার একটি অটো গ্যারেজের সামনে কিছু লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়েছে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ এসে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। এসময় পুলিশের উপস্থিতিতে বাকি কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, জিজ্ঞসাবাদে আটককৃতরা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। আটককৃত তিনজনের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।