এসএম টিভি ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে,আজ সোমবার ৩১ মে বিকেলে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়া গ্রামে।
নিহতরা হলেন- লামিম, আফাজ।
পরিবারের সূত্রে জানা গেছে, আজ বিকেলে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়া গ্রামে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল লামিম ও আফাজ। খেলার সময় এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে একটি খালের পানিতে পড়ে যায় ওই দুই শিশু।
খেলা শেষে সব শিশু ঘরে ফিরলেও লামিম ও আফাজ ফেরেনি। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তাদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।