এসএম টিভি ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ ১৭) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে স্থানীয় ষ্টেডিয়ামে স্বল্প পরিসরে দর্শকদের উপস্থিতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর যে দল দুটি অংশ নেন মাগুড়া ইউনিয়ন পরিষদ একাদশ ও কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ একাদশ।
কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ বিজয় লাভের পর বিজয়ী দলকে অভিনন্দন জানান কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) রবিউল ইসলাম বাবু,কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির বাবুল ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপনসহ আরো অনেকে।
পরে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী দর্শক বিহীন খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনেক দর্শক মাঠের চারদিকে অনেক জায়গা পর পর খেলা উপভোগ করেছেন।