সোনাইমোড়ী ডেস্ক: কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে গেছে ২১ টি দোকান পুড়ে ছাই সবমিলিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি।
জানা গেছে,আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ আনুমানিক সকাল ৭ টার সময় বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে কালো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চারদিক আগুন ছড়িয়ে পড়লে নিমিষেই বাজারের ২১ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ে।
তাদের দোকানের মালামাল অন্যত্র নেয়ার চেষ্টা করার সময় প্রায় ৩০ টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১কোটি টাকা।
সাধারণ মানুষের চিৎকারে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে।
পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি দল, জলঢাকা ফায়ার সার্ভিসের একটি দল ও নীলফামারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার কারণ আইপিএস থেকে লেগেছে বলে ধারণা করছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সংবাদ প্রতিনিধিদের জানান,উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা শুকনা খাবার বিতরণ করছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব।