এসএম টিভি ডেস্ক: কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মো. সোহাগ নামে এক মাদকের ডিলারকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ২৭ মে রাতে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. সোহাগ কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত মহরম আলীর ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম এর নেতৃত্বে এসআই আলমাস আল রাজী, এসআই শ্যামল চন্দ্র নাথ, এএসআই রফিক ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম টিভি সংবাদকে জানান, সোহাগ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। কৌশল হিসেবে শহরের নিউটাউন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ২৭ মে রাত সাড়ে ১১টার দিকে নিউটাউন এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত এই মাদক ডিলারকে আটক করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।