সোনাইমোড়ী ডেস্ক: কুড়িগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে ১ জন। জানা গেছে, গতকাল রবিবার (২১ মার্চ) রাত ১০টার সময় কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আয়নাল হোসেন ।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী রাইজিং ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান পাটেশ্বরী বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় আয়নাল নামের এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে তারা জানান।
পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় ময়নাতদন্তের পর লাশটি পরিবারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন।