কুমিল্লায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি বন্ধ চলাচল বন্ধ। মঙ্গলবার ০৬ জুন সকাল ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়,স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের গ্রুপের সঙ্গে তার বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের জেরে এ সংঘর্ষ হয়। কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছড়িয়ে পড়ে।দুই দলের লোকজন একে-অপরকে লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করে।এতে অনেকে আহত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা জানায়, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে। শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে, সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। এতে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, পিকআপভ্যান ও অ্যাম্বুল্যান্সও তল্লাশি করা হয়। তাদের বাধা দিতে গেলে একপর্যায়ে বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।ঘটনার অনেকক্ষণ পর আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।