সোনাইমোড়ী ডেস্ক: কুমিল্লায় গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ফলে নিহত হয়েছে দুই জন ও আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার দিবাগত রাত ১টার সময় দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে। নিহতরা হলেন, সাইফুল ও ফাহিম।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, গতকাল দিবাগত রাত ১টার পরে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয় অন্য একজনকে গুরুতর অব্স্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত্যু হয়। এছাড়াও ২০ জন আহত হয়েছে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে পুলিশ সুপার সোনাইমোড়ী সংবাদকে জানান, ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। তবে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।