এসএম টিভি ডেস্ক:কুমিল্লার মুরাদনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা মৃত্যুর ঘটনা ঘটছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল বৃহস্পতিবার ৩ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় সদর ইউনিয়নের দিলালাপুর গ্রামে।
নিহতের নাম নুরু মিয়া। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অলি উল্লাহ ও রহমত উল্লাহর আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে অলি উল্লাহকে আটক করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টির সময় চাচা নুরু মিয়ার বসতবাড়িতে ভাতিজার বাড়ির পানি গড়িয়ে আসে। এ সময় ভাতিজা অলি উল্লাহর পরিবারকে বৃষ্টির পানি অন্যদিক দিয়ে চলাচলের ব্যবস্থা করে দিতে বলেন নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
একপর্যায়ে ভাতিজা ঘর থেকে একটি রড এনে চাচার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন নুরু মিয়া।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করেন। পুলিশ এক আসামিকে গ্রেফতার করেছে। অন্য আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে। নিহত নুরু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।