সোনাইমোড়ী ডেস্ক: কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যার সময় সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের বিত্তিপাড়া বাজারে।
নিহতের নাম সোমা মন্ডল ঠিকানা সোনাইডাঙ্গা গ্রামে।
স্থানীয়রা সোনাইমোড়ী সংবাদকে জানান, নিহত সোমা বাজারের মসজিদের সামনে সাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে পৌঁছে দেয়।
এবিষয়ে কুষ্টিয়ায় হাইওয়ে পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি।