এসএম টিভি ডেস্ক: কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২৩ নমুনা পরীক্ষা করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১৯ জন ও নতুন করে মৃত্যু ৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর ৬ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ১৫৭ জন। এ সময় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১ জন।
জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্যসূত্রে জানা গেছে,নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ০১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১১৯ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৯ জন, দৌলতপুরের ১৪ জন, কুমারখালীর ২৫ জন, ভেড়ামারার ৯ জন, মিরপুরের ২০ জন ও খোকসার ১২ জন রয়েছে।
মৃত তিনজন দৌলতপুর, কুমারখালী ও সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় ৫৭ হাজার ২৭২ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৫৬ হাজার ৪৩৩ জনের। ৮৪৫ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।