সোনাইমোড়ী ডেস্ক: কেরানীগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছেন একজন।
ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার বিকেলে কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজে।
নিহতের নাম সানজিদা আক্তার রিনি।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, গতকাল বিকালে হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা সানজিদাকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়েছে।
তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।