নিউজ ডেস্ক:২০১৯ সালের অনলাইন ডেটা লিক হয়েছে। এ নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এর মাঝেই বিশ্বের বিভিন্ন দেশের সাইবার সিকিউরিটি রিসার্চাররা প্রমাণ করেছেন যে ঐ সব ডেটার মধ্যে ফোন, ইমেইল আইডি এখনো চালু রয়েছে।স্বভাবতই প্রশ্ন জাগে,ইউজাররা কী ধরণের ঝুঁকির সম্মুখীন হতে পারেন?তাছাড়াও ঐ লিক হওয়া ডেটা কোথায় সংরক্ষন করা আছে? ইন্ডিয়ার সাইবার সিকিউরিটি রিসার্চার রাজশেখর রাজাহারিয়া বলেন, ডেটা কিভাবে লিক হয়?
তিনি জানিয়েছেন যে ডেটা স্ক্র্যাপিং এর মাধ্যমে এই তথ্য পেয়েছে হ্যাকাররা।
ডেটা যখন ইমপোর্ট করা হয়,তাকে ডেটা স্ক্র্যাপিং বলে।ফেসবুক জানিয়েছে, ডেটাগুলো ২০১৯ সালের।তবে ইউজার এর নাম আইডি,লোকেশন;এগুলো তাদের হাতেপড়েনি। ফেসবুক ডেটা সুরক্ষার জন্য থার্ড পার্টির কাছে দিয়েছিল,হ্যাকাররা তা হাতিয়ে নিয়েছে। লিক ডেটা কোথায় রয়েছে আর্ন্তজাতিক স্তরের সিকিউরিটি রিসার্চাররা জানান,২০১৯ এর ডেটা বিক্রি করছে হ্যাকাররা।২০২১ সালে এসে নতুন করে বিক্রি সম্ভব নয়।তাই তারা ডেটা আপলোড করেছে ওয়েবসাইটে।