মিঠুন বালা: শিক্ষার্থীরা যেখানে থাকবে সেখানেই নিরাপদ থাকবে বলেছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।ববি শিক্ষার্থীর হলে ঢুকতে পারে না কারণ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চাইলেও হল খুলে দিতে পারছে না রাষ্ট্রীয় সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করা হয়েছে।
এর আগে বাইরের বিভিন্ন মেসে নিরাপত্তাহীনতার কারণে আবাসিক হল গুলো খুলে দেবার দাবি করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু দাবি মেলেনি তাই রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে খালি জায়গায় রাত্রি যাপন করছে কিছু শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায় হল না খুলে দেওয়া পর্যন্ত তারা এই ভাবে ক্যাম্পের খোলা জায়গায় রাত্রি যাপন অব্যহত রাখবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. সুব্রত কুমার দাস জানায়,ক্যাম্পসে ও ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তার দিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তিনি আরো বলেন শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিত করতে প্রশাসনের কাছে সহযোগিতা নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিত করতে প্রশাসনের আওতায় আনা হয়েছে তাই তারা মনে করেন হলের বাইরে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে এমনটাই তথ্য পায় সোনাইমুড়ী সংবাদ প্রতিনিধিরা।