সোনাইমোড়ী ডেস্ক: খুলনায় পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবা ও ১২০ গ্ৰাম গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার গভীর রাত থেকে অভিযান পরিচালনা করে বিভিন্ন জায়গায় থেকে মোট ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এ সময় তল্লাশি করে আসামিদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা এবং ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন- হামিদ আক্তার,মোঃ আলামিন হাওলাদার, মোঃ সেলিম হোসেন, মোঃ সুমন, মোঃ তোফায়েল হোসেন ।