সোনাইমোড়ী ডেস্ক: খুলনায় ডিবি পুলিশের অভিযানে ৪০০ গ্ৰাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। জানা গেছে,বুধবার সন্ধ্যা ৬টার সময় জেলার ডুমুরিয়া থানার চিংড়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,ডিবি পুলিশের একটি টিম খুলনার ডুমুরিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের মাধ্যমে বুধবার সন্ধ্যা ৬টার সময় ডুমুরিয়া চিংড়া এলাকায় ভদ্রা নদীর পার্শ্ববর্তী একটি মাটির রাস্তার উপর থেকে ২ জনকে আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত আসামিরা হল, তরিকুল ইসলাম লিটন এবং মাজেদুর রহমান।
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানায়, আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।