এসএম টিভি ডেস্ক: খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬২৫ জন ও নতুন করে মৃত্যু হয়েছে আরও ২২ জনের। এছাড়াও নতুন করে সুস্থ হয়েছেন আরও ১৯২ জন।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার সাতজন, খুলনার তিনজন, সাতক্ষীরার চারজন, যশোরের তিনজন, চুয়াডাঙ্গার দুইজন, মেহেরপুরের দুইজন এবং ঝিনাইদহের একজন মৃত্যুবরণ করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্যসূত্রে জানা গেছে,এর আগে বৃহস্পতিবার ১৭ জুন বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। তবে শুক্রবার বিভাগে ৮ জনের মৃত্যু হয়।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৪ হাজার ২৬৯ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।