এসএম টিভি ডেস্ক: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭৬৩ জন ও নতুন করে মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর তথ্যসূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন।
এর আগে শনিবার ১৯ জুন বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার ১৭ জুন বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। তবে শুক্রবার বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছিল।